বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: বকুল ডালে দোলনা
 

বকুল-ডালে দোল্‌না আমার দোলেরে পূব-হাওয়াতে।
প্রেম-ঘন কৃষ্ণ-চোখের সতৃষ্ণ চাওয়াতে।
বৃষ্টির যুঁই-ফুল বনমালা হ'তে কার,
আমার চোখে-মুখে ঝ'রে পড়ে অনিবার।
মুখর হ'ল আষাঢ়-গগন তারি আসা-যাওয়াতে।
সে আঁজ্‌লা ভ'রে কাজ্‌লা-মেঘের মধু ছড়ায় ভুবনে
তার বাদল-ঘন রূপের আদল ঘনাল আমার নয়নে।
মেঘে-আঁধারে-মাখা অবেলার বাদলে
চটুল নৃত্যের তাল হানে মাদলে
কাজ ভুলাল, লাজ ভুলাল, আজ কাজরী গাওয়াতে।