(অ) ঝুমরো। তীর ধনুক নিয়ে বল না কোথায় যাস? পাখী যদি মারিস ঝুমরো আমার মাথা খাস। ঐ শোন 'চোখ গেল' পাখী- জামের ডালে উঠলো ডাকি' শুনিস নাকি মহুল-বনে উঠছে দীঘল শ্বাস॥