বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আয় ঘুম আয় ঘুম আয় মোর গোপাল ঘুমায়
তাল: কাহার্বা
আয় ঘুম আয় ঘুম আয় মোর গোপাল ঘুমায়
বহু রাত্রি হল আর জাগাস্নে মায়॥
কোলে লয়ে তোরে ধীরে ধীরে দোলাবো
ঘুম-পাড়ানিয়া গান তোরে শোনাবো
গায়ে হাত বুলাবো পাঙ্খা ঢুলাবো
মন ভুলাবো কত রূপকথায়॥
তোরে
কে বলে চঞ্চল একচোখো সে
মোর
শান্ত গোপাল থাকে গোষ্ঠে ব'সে
তোরে
কে বলে ঝড় তোলে থির যমুনায়
সে যে
দিন রাত ঘোরে তার মা'র পায় পায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে (পৌষ-মাঘ ১৩৪৫) এইচএমভি
রেকর্ড কোম্পানি থেকে এই গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময়
নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৭ মাস।
- রেকর্ড:
এইচএমভি। এইচএমভি। জানুয়ারি ১৯৩৯
(১৬ পৌষ-১৭ মাঘ ১৩৪৫)। এন ১৭২৩৬। শীলা সরকার। সুরকার: অনিল ভট্টচার্য।
[শ্রবণ নমুনা]
-
স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড।
প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪। দ্বিতীয় গান]
[নমুনা]
-
পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য