বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম
: আল্লার নাম লইয়া বান্দা রোজ ফজরে উঠিও
আল্লার নাম লইয়া বান্দা রোজ ফজরে উঠিও
আল্লা নামের আহ্লাদে ভাই ফুলের মতন ফুটিও॥
কাজে তোমার যাইয়ো বান্দা আল্লারি নাম লইয়া
ঐ নামের গুণে কাজের ভার যাইবে হাল্কা হইয়া।
শুনলে আজান কাজ ফেলিয়া মসজিদে শির লুটিও॥
আল্লার নাম লইয়া রে ভাই কইরো খানাপিনা
হাটে মাঠে যাইয়ো না ভাই আল্লারই নাম বিনা।
ওয়াজ নসিহত হইলে মজলিসে আইসা জুটিও॥
স্ত্রী পুত্র কন্যা তোমার খোদায় সঁপে দিও
আল্লার নাম জিকির কইরা নিশীথে ঘুমিও।
এই নাম শুইনা জন্মেছ ভাই এই নাম লইয়া মরিয়ো॥
-
রচনাকাল
ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭) মাসে,
টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স
ছিল ৪১ বৎসর ১০ মাস।
- রেকর্ড। টুইন। এপ্রিল ১৯৪০ খ্রিষ্টাব্দ (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭)।
এফটি ১৩২৫৯। শিল্পী: আশরাফ আলী
- স্বরলিপি ও স্বরলিপিকার:
নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড।
সপ্তম গান। ভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। তৃতীয়
গান। রেকর্ডে আশরাফ আলী-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- সুরকার:
কাশেম মল্লিক
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি গান)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: সা