বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম
: আল্লার নাম লইয়া বান্দা রোজ ফজরে উঠিও
আল্লার নাম লইয়া বান্দা রোজ ফজরে উঠিও
আল্লা নামের আহ্লাদে ভাই ফুলের মতন ফুটিও॥
কাজে তোমার যাইয়ো বান্দা আল্লারি নাম লইয়া
ঐ নামের গুণে কাজের ভার যাইবে হাল্কা হইয়া।
শুনলে আজান কাজ ফেলিয়া মসজিদে শির লুটিও॥
আল্লার নাম লইয়া রে ভাই কইরো খানাপিনা
হাটে মাঠে যাইয়ো না ভাই আল্লারই নাম বিনা।
ওয়াজ নসিহত হইলে মজলিসে আইসা জুটিও॥
স্ত্রী পুত্র কন্যা তোমার খোদায় সঁপে দিও
আল্লার নাম জিকির কইরা নিশীথে ঘুমিও।
এই নাম শুইনা জন্মেছ ভাই এই নাম লইয়া মরিয়ো॥
-
ভাবসন্ধান: এই গানে কবি আল্লার নামের মহিমা বর্ণনা করেছেন এবং পরম
ভক্তিতে সর্বসময় আল্লার নাম নেওয়ার অনুরোধ করেছেন।
ইসলাম ধর্মালম্বীদের কাছে দিনের শুরু হয়, প্রথম প্রহর তথা ফজর থেকে।
আলস্য ত্যাগ করে প্রতিটি মুসলমান যেন আল্লাহর নাম নিয়ে ফজরে শয্যা ত্যাগ করেন-
এমন অনুরোধ করেছেন। তিনি তাঁদের জন্য দোয়া করেছেন- যেন তারা আল্লাহ নামের
মহিমায়, তাঁর স্নেহে তারা প্রতিটি দিনের শুরুতে নিষ্পাপ ফুলের মতো প্রস্ফুটিত
হয়।
কবির অনুরোধ- তারা যেন আল্লার নাম নিয়ে কর্মস্থলে যাত্রা করে। কারণ এই নামের
গুণে তাদের কর্মভার হাল্কা হয়ে যাবে। যখন মসজিদে আজান ধ্বনিত হবে, তখন যেন তারা
সকল কাজ ফেলে- আল্লাহকে সেজদাহ (নামাজ অর্থে) করার জন্য মসজিদে যায়।
প্রতিবার আহারের পূর্বে যেন তারা আল্লার নাম নেয়। হাটে মাঠে যাওয়ার আগে যেন তারা
আল্লাহর নাম নেয়। যখন কোনো আসরে ইসলাম ধর্মের মহিমা নিয়ে ওয়াজ এবং করণীয় বিধি
অনুসরণের জন্য নসিহত (পরামর্শ) দেওয়া হয়, তখন তার যেন তা শোনার জন্য সেখানে
উপস্থিত হয়।
স্ত্রী-পুত্র-কন্যাদের যাত্রাপথে তারা যেন আল্লার কাছে সঁপে (সমপর্ণ) দেন।
আল্লাহ নামের জিকির করে, তারপর যেন তারা ঘুমাতে যান। ইসলাম ধর্ম মতে নবজাতকের
কানে প্রথম আল্লার নাম (আল্লাহু আকবর) বলার বিধি আছে। তাই মুসলমানদের অনুরোধ করে
কবি বলেছেন- তার নাম শুনে ধর্মলোকে তাদের জন্ম হয়েছে। তাই মৃত্যুর আগে তারা যেন
আল্লার নাম (কলেমা) পাঠ করে নেয়।
-
রচনাকাল
ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭) মাসে,
টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স
ছিল ৪১ বৎসর ১০ মাস।
- রেকর্ড। টুইন। এপ্রিল ১৯৪০ খ্রিষ্টাব্দ (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭)।
এফটি ১৩২৫৯। শিল্পী: আশরাফ আলী
- স্বরলিপি ও স্বরলিপিকার:
নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড।
সপ্তম গান। ভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। তৃতীয়
গান। রেকর্ডে আশরাফ আলী-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- সুরকার:
কাশেম মল্লিক
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলাম। পরমসত্তা। হামদ। আল্লার নাম।
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: সা