বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম : এসো এসো পাহাড়ি ঝর্না মেঘ সজল কাজল বর্ণা
 

এসো এসো পাহাড়ি ঝর্না মেঘ সজল কাজল বর্ণা
এসো জল ছিটিয়ে ফুল ফুটিয়ে এসো॥
উপল নুড়িতে কাঁকন চুড়িতে
রিনি ঠিনি ছন্দে বন্য আনন্দে এসো
এসো ছলছল ঝলমল আঁচল লুটিয়ে এসো॥
তৃষ্ণায় ডাকে কূলে কূলে হরিণী
আনো তৃষ্ণার জল নির্ঝরিণী।
ফুলবনে ভ্রমর দল জুটিয়ে এসো॥
এসো তপ্ত ধরার বক্ষে, শান্তি ধারা আনো চক্ষে
শীতল হোক খরতর বায়ু, নির্জীব প্রান্তরে আনো পরমায়ু
এসো পাষাণ-কারার ঘুম টুটিয়ে এসো॥