বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কাছে তুমি থাক যখন তখন আমি দিই না ধরা
তাল: দাদ্রা
কাছে তুমি থাক যখন তখন আমি দিই না ধরা।
দূরে থেকে কাঁদ যখন তখনি হই স্বয়ম্বরা॥
তখন তোমার অভিসারে
মন ছুটে যায় অন্ধকারে
তখন ওঠে বিরহেরি ব্যাকুল রোদন পাগল পারা॥
প্রিয়, তুমি যাবে রহ পাশে
—
কেন এত ভয় জাগে গো, কেন মনে দ্বিধা আসে!
ভিক্ষা যখন চাও ভিখারি
হাত কাঁপে গো দিতে নারি,
তুমি চ'লে গেলে লুকিয়ে কাঁদি ভিক্ষা নিয়ে আঁচল ভরা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা পত্রিকার আশ্বিন ১৩৪৯ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৪২)
সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৪ মাস।
- রেকর্ড: এইচএমভি।
জুন ১৯৪৩ (১৮ জ্যৈষ্ঠ-
১৫ আষাঢ় ১৩৫০)। এন ২৭৩৭৪। শিল্পী:
রমা দেবী। সুর নিতাই ঘটক]
- পত্রিকা:
-
সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা।
আশ্বিন ১৩৪৯ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৪২) মিশ্র শিবরঞ্জনী-
দাদরা। কথা: নজরুল ইসলাম। সুর: শ্রী নিতাই ঘটক।
স্বরলিপি: কুমারী বিজলী ধর। পৃষ্ঠা: ২০৭-২১০]
[নমুনা]
- প্রবর্তক [কার্তিক ১৩৪৯ (অক্টোবর-নভেম্বর ১৯৪২)। শিরোনাম: অ-ধরা]
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুরকার: নিতাই ঘটক
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী