বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: গুনগুনিয়ে ভ্রমর এলো ফুলের পরাগ মেখে 
	
		
			গুনগুনিয়ে ভ্রমর এলো ফুলের পরাগ মেখে।
তোমার বনে ফুল ফুটেছে যায় ক'য়ে তাই ডেকে॥
   
	    তোমার ভ্রমর দূতের কাছে
        যে বারতা লুকিয়ে আছে
		-
দখিন হাওয়ায় তারি আভাস শুনি থেকে থেকে॥
দল মেলেছে তোমার মনের মুকুল এতদিনে
		-
সেই কথাটি পাখিরা গায় বিজন বিপিনে।
        তোমার ঘাটের ঢেউগুলি হায়
        আমার ঘাটে দোল দিয়ে যায়
		-
লতায় পাতায় জোছনা দিয়ে সেই কথা চাঁদ লেখে॥
		
	
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু 
		জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র 
		১৩৪৬-বৈশাখ ১৩৪৭) মাসে, এইচএমভি কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল 
		৪০ বৎসর ১০ মাস।
 
- 
রেকর্ডর:
	এইচএমভি। 
	[এপ্রিল ১৯৪০ মাসে (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭)। এন ১৭৪৪৮। শিল্পী জগন্ময় মিত্র। সুর-নজরুল 
				ইসলাম] 
 
 এই গানের জুড়ি গান ছিল- শাওন রাতে যদি স্মরণে আসে মোরে'। এই দুটি 
গানের রেকর্ড-সংক্রান্ত দেওয়া দেওয়া হয়েছে 'শাওন রাতে যদি স্মরণে আসে মোরে' গানের 
সাথে। [তথ্য]
 
- স্বরলিপি ও স্বরলিপিকার: 
	নীলিমা দাস। 
	[নজরুল 
	সঙ্গীত স্বরলিপি, ঊনত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা। শ্রাবণ ১৪১৩/আগষ্ট 
		২০০৬] একাদশ গান। জগন্ময় মিত্রের-এর রেকর্ডে গাওয়া গান অনুসারে স্বরলিপি করা হয়েছে।   [নমুনা]
 
- পর্যায়:
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য