বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নয়নে নিদ নাহি  
	
		
                
	তাল: দাদ্রা
নয়নে নিদ নাহি।
নিশীথ প্রহর জাগি, একাকিনী গান গাহি॥
	কোথা তুমি কোন্ দূরে, ফিরিয়া কি আসিবে না,
তোমার সাজানো বনে
			ফুটিয়া ঝরিল হেনা -
কত আর মালা 
	গাঁথি, কত আর পথ চাহি॥
কত আশা অনুরাগে হৃদয় দেউলে রেখে
পুজিনু তোমারে পাষাণ, কাঁদিলাম ডেকে ডেকে।
এসো অভিমানী ফিরে নিরাশার এ তিমিরে
                       
			 চাঁদের তরণী বাহি'॥
		
	
	- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে 
		কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র 
		১৩৪৪) মাসে এচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির 
		প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৯ মাস। 
	- রেকর্ড: 
	
	এইচএমভি [মার্চ ১৯৩৮ (ফাল্গুন-চৈত্র ১৩৪৪)। এন ১৭০৪৮। শিল্পী: 
			বীণাপাণি দেবী (মধুপুর)] 
 
- স্বরলিপি ও স্বরলিপিকার: 
	নীলিমা দাস। 
	[নজরুল 
	সঙ্গীত স্বরলিপি, ঊনত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা। শ্রাবণ ১৪১৩/আগষ্ট 
		২০০৬] ১৭ সংখ্যক গান। বীণাপাণি দেবী-র রেকর্ডে গাওয়া গান অনুসারে স্বরলিপি করা হয়েছে।  [নমুনা]
 
- পর্যায়:
			- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য