বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তুমি অনেক দিলে খোদা, দিলে অশেষ নিয়ামত

            তাল: কাহার্‌বা

তুমি অনেক দিলে খোদা, দিলে অশেষ নিয়ামত

আমি লোভী, তাইতো আমার মেটে না হসরত॥
কেবলি পাপ করি আমি
মাফ করিতে তাই, হে স্বামী,
দয়া করে শ্রেষ্ঠ নবীর করিল উম্মত।
তুমি নানান ছলে করছ পূরণ ক্ষতির খেসারত॥
মায়ের বুকে স্তন্য দিলে, পিতার দিলে স্নেহ;
মাঠে শস্য ফসল দিলে আরাম লাগি গেহ।
ঈদের চাঁদের রঙ মশালে রঙিন বেহেশ্‌ত্ পথ দেখালে
আখেরেরই সহায় দিলে আখেরি হজরত।
তুমি আজান দিলে না ভুলিতে মসজিদেরই পথ॥