বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত
                    তাল: কাহার্‌বা

        দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত।
        তোর দিল্ খুলবে পরে ওরে আগে খুলুক হাত॥
        দেখ পাক্ কোর্‌আন শোন্ নবীজীর ফরমান
        ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান।
তোর  একার তরে দেননি খোদা দৌলতের খেলাত॥
তোর  দর্ দালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম
আছে  দৌলতে তোর তাদেরও ভাগ, বলেছেন রহিম।
        বলেছেন রহমানুর রহিম, বলেছেন রসুলে করিম।
        সঞ্চয়ে তোর সফল হবে পাবি রে নাজাত॥
        এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে
        হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে শবেরাতে।
        এই জাকাতের বদলাতে পাবি বেহেশ্‌তী সওগাত॥