বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: বহিছে সাহারায় শোকেরি 'লু' হাওয়া,
 
	
		
        তাল: কাহার্বা
			
বহিছে সাহারায় শোকেরি 'লু' হাওয়া,
দোলে অসীম আকাশ আকুল রোদনে।
নূহের প্লাবন আসিল ফিরে যেন,
ঘোর অশ্রু-শ্রাবণ ধারা ঝরে সঘনে॥
'হায় হোসেনা' 'হায় হোসেনা' বলি'
কাঁদে গিরি নদী, কাঁদে বনস্থলী,
কাঁদে পশু ও পাখি তরুলতার সনে॥
ফকির বাদ্শাহ গরীব ওমরাহে
কাঁদে তেমনি আজো তাঁরি মর্সিয়া গাহে,
বিশ্ব যাবে মুছে মুছিবে না এ আঁসু
চিরকাল ঝরিবে কালের নয়নে॥
সেই সে কারবালা সেই ফোরাত নদী
কুল-মুসলিম-হৃদে গাহিছে নিরবধি,
আসমান জমীন রহিবে যতদিন
সবে কাঁদিবে এমনি আকুল কাঁদনে॥
		
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের মে  (বৈশাখ-জ্যৈষ্ঠ 
	১৩৪০) মাসে, গানটি টুইন রেকর্ড কোম্পানি থেকে টুইন রেকর্ড কোম্পানি থেকে প্রথম প্রকাশিত হয়েছিল 
	। এই 
		সময় নজরুলের বয়স ছিল  ৩৩
		বৎসর ১১
		মাস।
 
- গ্রন্থ:
	
		- 
		
		গুলবাগিচা। 
	
		- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। দেশ-কাওয়ালী। পৃষ্ঠা: 
				৯২] 
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। 
	জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৭৬। দেশ-কাওয়ালি পৃষ্ঠা ২৭১-২৭২] 
 
 
- রেকর্ড: টুইন [মে ১৯৩৩ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪০)। এফটি ২৫৯৫।  শিল্পী:
	আব্বাসউদ্দীন আহমদ] 
	[নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
	
- পর্যায়: 
	
		- বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামি গান]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য