বিষয়: 
নজরুলসঙ্গীত।
শিরোনাম: এসো নওল কিশোর এসো এসো, 
লুকায়ে রাখিব আঁখিতে মম
	
		
	                           
 তাল: কাহার্বা
			
এসো     নওল কিশোর এসো এসো, লুকায়ে রাখিব আঁখিতে মম।
           
	আমার আঁখির ঝিনুকে বন্দী রহিবে মুকুতা সম॥
                    
	তুমি ছাড়া আর এই পৃথিবীতে
                    
	এ আঁখি কারেও পাবে না দেখিতে,
           
	তুমি ও আমারে ছাড়া আর কারেও হেরিবে না প্রিয়তম॥
           
	লুকায়ে রাখিব-ফণিনী যেমন মানিক লুকায়ে রাখে,
           
	ঘিরিয়া থাকিব দামিনী যেমন শ্যাম মেঘ ঘিরে থাকে।
                   
	মেঘ হয়ে আমি হে চাঁদ তোমায়
                   
	আবরি' রাখিব আঁখির পাতায়,
           
	নিশীথে জাগিয়া কাঁদিব দু'জন প্রিয় হে, চির জনম॥
		
	
	- 
	রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে 
		কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের আগষ্ট  (শ্রাবণ 
	-ভাদ্র ১৩৪৮) মাসে এইচএমভি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিলে। 
	এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ২ মাস।
 
- 
	রেকর্ড: 
	
	এইচএমভি । আগষ্ট ১৯৪১ (শ্রাবণ -ভাদ্র ১৩৪৮)। 
	এন ২৭১৬২। মীনা বন্দ্যোপাধ্যায়
- 
	স্বরলিপি ও স্বরলিপিকার:
	
	
- সুরকার:
	
	কমল দাশগুপ্ত
- পর্যায়: 
	
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য