বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম :
ইয়া মোহাম্মদ, বেহেশত্ হতে খোদায় পাওয়ার পথ দেখাও
তাল: কাহার্বা
ইয়া মোহাম্মদ, বেহেশত্ হতে খোদায় পাওয়ার পথ দেখাও
এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও॥
পীর মুর্শীদ পাইনি আমি, তাই তোমায় ডাকি দিবস-যামী,
তোমারই নাম হউক হজরত আমার পরপারের নাও॥
অর্থ-বিভব-যশ-সম্মান চেয়ে চেয়ে নিশিদিন
দুঃখে শোকে জ্ব'লে মরি পরান কাঁদে শ্রান্তিহীন।
আল্লা ছাড়া ত্রিভুবনে, শান্তি পাওয়া যায় না মনে
কোথায় পাব সে আবহায়াত ইয়া নবীজী রাহ্ বাতাও॥
- রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়- শ্রাবণ ১৩৪৭) মাসে
মেগাফোন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর
১ মাস।
- রেকর্ড:
মেগাফোন।
জুলাই ১৯৪০ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৭)। জেএনজি ৫৪৮৭। শিল্পী:
ফুল মোহাম্মদ
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [কবি নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৭২৪। পৃষ্ঠা: ২২০।
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী।
নজরুল সঙ্গীত স্বরলিপি (বিংশ খণ্ড)। [কবি নজরুল
ইন্সটিটিউট] তৃতীয় গান
[নমুনা]
- পর্যায়:
-
বিষয়াঙ্গ: ভক্তি
(ইসলামি গান)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: তাল:
কাহারবা
- গ্রহস্বর: র্সা