বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: গলে টগর মালা কাদের ডাগর মেয়ে
রাগ: পিলু মিশ্র, তাল: দ্রুত-দাদ্রা
গলে টগর মালা কাদের ডাগর মেয়ে
যেন রূপের সাগর চলে উজান বেয়ে॥
তার সুডোল তনু নিটোল বাহুর পরে
চাঁদের আলো যেন পিছ্লে পড়ে
ও কি বিজলি পরী এলো মেঘ পাসরি’
চাঁদ ভুলে যায় লোকে তার নয়নে চেয়ে॥
যেন রূপকথার দেশের সে রাজকুমারী
রামধনুর রঙ ঝরে অঙ্গে তারি
মদন রতি করে তার আরতি
তার রূপের মায়া দুলে ভুবন ছেয়ে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪২) মাসে, এইচএমভি
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৫ মাস।
-
রেকর্ড:
এইচএমভি [নভেম্বর
১৯৩৫ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪২)। এন ৭৪৩০। শিল্পী: মিস অণিমা (বাদল)।
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী।
নজরুল সঙ্গীত স্বরলিপি (বিংশ খণ্ড)। [কবি নজরুল
ইন্সটিটিউট] ষষ্ঠ গান
[নমুনা]
- পর্যায়:
-
বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল:
দ্রুত
দাদরা
- গ্রহস্বর: গা