বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: রাধাকৃষ্ণ নামের মালা জপ দিবানিশি নিরালা
তাল: কাহার্বা
দ্বৈত : রাধাকৃষ্ণ নামের মালা
জপ দিবানিশি নিরালা॥
পুরুষ : অগতির গতি গোকুলের পতি
স্ত্রী : শ্রীকৃষ্ণে ভক্তি দেয় যে শ্রীমতী
পুরুষ : ভব-সাগরে কৃষ্ণ নাম ধ্রুবজ্যোতি
দ্বৈত : সেই কৃষ্ণের প্রিয়া ব্রজবালা॥
স্ত্রী : পাপ-তাপ হবে দূর হরির নামে
শ্রীমতী রাধা যে হরির বামে
পুরুষ : ঐ নাম জপি’ যাবি গোলকধামে
দ্বৈত : সেই রাধা নাম হবে দুঃখ জ্বালা॥
স্ত্রী : সামনে সিদ্ধ হবে
রাধা ব'লে ডাকো
পুরুষ : কৃষ্ণ-মূরতি হৃদি-মন্দিরে রাখো
দ্বৈত : জপ রে যুগল নাম রাধাশ্যাম
এই আঁধার জগৎ হবে আলা॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের
নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ
১৩৪৪) মাসে. এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর
৫ মাস।
- রেকর্ড:
এইচএমভি [নভেম্বর ১৯৩৭
(কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৪)। এন
৯৯৯২। শিল্পী:
কে মল্লিক ও অণিমা বাদল। সুর: কে মল্লিক
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী।
নজরুল সঙ্গীত স্বরলিপি (বিংশ খণ্ড)। [কবি নজরুল
ইন্সটিটিউট] ২২ সংখ্যক গান [নমুনা]
- সুরকার: কাশেম মল্লিক
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
- সুরাঙ্গ: ভজন
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: সা