বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই
তাল: তেওড়া
হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই।
এক বৃন্তে দু’টি কুসুম এক ভারতে ঠাঁই॥
সৃষ্টি যাঁর মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টি তাঁরি
মোরা বিবাদ ক’রে খোদার উপর করি যে খোদকারি।
শাস্তি এত আজ আমাদের হীন-দশা এই তাই॥
দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে
বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে।
দুই জনারই মাঠেরে ভাই সমান বৃষ্টি ঝরে
-
সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে
চাঁদ সুরুযের আলো কেহ কম-বেশি কি পাই
বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই॥
-
রচনাকাল
ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-১০ জ্যৈষ্ঠ
১৩৪৫) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানির থেকে এই গানটির রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১১ মাস।
-
রেকর্ড: এইচএমভি।
মে ১৯৩৮ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৫) এন ১৭০৭৬। শিল্পী:
আব্বাসউদ্দীন আহমদ ও মৃণালকান্তি ঘোষ।
[শ্রবণ-নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী।
নজরুল সঙ্গীত স্বরলিপি (বিংশ খণ্ড)। [কবি নজরুল
ইন্সটিটিউট] ২৫ সংখ্যক গান [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: স্বদেশ (সম্প্রীতি)
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল:
তেওরা
- গ্রহস্বর: সা