তাল: দাদ্রা
আমার হৃদয় অধিক রাঙা মা গো রাঙা জবাব চেয়ে,
আমি সেই জবাতে ভবানী তোর চরণ দিলাম ছেয়ে॥
মোর বেদনার বেদির ‘পরে
বিগ্রহ তোর রাখবো ধ’রে,
পাষাণ দেউল সাজে না - তোর আদরিণী মেয়ে॥
স্নেহ পূজার ভোগ দেবো মা, অশ্রু-পূজাঞ্জলি,
অনুরাগের থালায় দেবো ভক্তি-কুসুম-কলি।
অনিমেষ আঁখির বাতি
রাখবো জ্বেলে দিবস রাতি,
তোর রূপ হবে মা আরও শ্যামা (আমার) অশ্রুজলে নেয়ে॥
রেকর্ডের কালানুক্রমিক প্রকাশের তালিকা অনুসরণ করলে, ধারণা করা যায়, এই
রেকর্ডটি প্রকাশিত হয়েছিল ১৯৩৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৪) মাসে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৭ মাস।