বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চীন ও ভারতে মিলেছি আবার মোরা শত কোটি লোক
কোরাস : চীন ও ভারতে মিলেছি আবার মোরা শত কোটি লোক।
চীন ভারতের জয় হোক! ঐক্যের জয় হোক! সাম্যের জয় হোক।
ধরার
অর্ধ নরনারী মোরা রহি এই দুই দেশে,
কেন আমাদের এত দুর্ভোগ নিত্য দৈন্য ক্লেশে।
পুরুষ কণ্ঠ : সহিব না আজ অবিচার
─
কোরাস্ : খুলিয়াছে আজি চোখ॥
প্রাচীন চীনের প্রাচীর মহাভারতের হিমালয়
আজি এই কথা যেন কয়
─
মোরা সভ্যতা শিখায়েছি পৃথিবীরে─ইহা কি সত্য নয়?
হইব সর্বজয়ী আমরাই সর্বহারার দল,
সুন্দর হবে শান্তি লভিবে নিপীড়িতা ধরাতল।
পুরুষ কণ্ঠ : আমরা আনিব অভেদ ধর্ম
─
কোরাস্ : নব বেদ-গাঁথা-শ্লোক॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের আগষ্ট ১৯৪২ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৯) মাসে এইচএমভি
রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর
২ মাস।
-
রেকর্ড:
এইচএমভি। আগষ্ট ১৯৪২ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৯)।
এন ২৭৩০৩। প্রতিভা ঘোষ, জগন্ময় মিত্র ও সত্য
চৌধুরী।
- সুরকার: নজরুল ইসলাম
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- ইদ্রিস আলী [নজরুল
সঙ্গীত স্বরলিপি, দ্বাবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা ভাদ্র, ১৪০৭/
সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দ] ১৩ সংখ্যক গান। রেকর্ডে প্রতিভা ঘোষ, জগন্ময় মিত্র ও সত্য
চৌধুরী-এর গাওয়া গানের সুরাবলম্বনে স্বরলিপিটি করা হয়েছে।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: সম্প্রীতি
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল:
- গ্রহস্বর: পা