বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সই কই লো আমার ঘর নিকোবার ন্যাতা

                    তাল: কাহার্‌বা

স্ত্রী      :  সই কই লো আমার ঘর নিকোবার ন্যাতা।
পুরুষ   :  আহা ন্যাতা নয় গো শীতের কাঁথা এই যে আমি হেথা॥
স্ত্রী      :  সই-লো ওলো সই, আমার ছাই ফ্যালবার ভাঙা কুলো কই?
পুরুষ   :  কুলোর বাতাস চুলোর ছাই
            স্বামী বলো কিম্বা ভাই, (ওলো) এই যে তোমার আমি।
উভয়ে  :  মিলেছি রাজ যোটক দুয়ে
পুরুষ   :  গিঁটে বাত ওরে বাবা রে বাবা গিঁটে বাত
স্ত্রী      :  আর ফিকের ব্যথা, ওরে মা রে, মা আর ফিকের ব্যথা॥
            ওলো সই বাপের বাড়ি যাব আমি এ ঘরে রব না,
পুরুষ   :  দেখো পুরুষের রাগ করে আনাগোনা
            আমিও যাব শ্বশুর বাড়ি, ওরে রেমো নিয়ে আয় ব্যাগ ছাতা।
উভয়ে  :  নথে এবং নাথে এম্‌নি যুদ্ধ।
পুরুষ   :  গুঁতোগুতি
স্ত্রী      :  জড়াজড়ি
পুরুষ   :  ছাতা-ছড়ি
স্ত্রী      :  খুনতি-বেড়ী
উভয়ে  :  হাতা॥