চরণে দলিয়া গিয়াছে চলিয়া
তবু কেন তারে ভালোবাসি।
বলিতে পারি না বোঝাতে পারি না
আঁখি-জলে যায় বুক ভাসি’॥
কেন সে বিরাজে হৃদয়েরি মাঝে
তার স্বর যেন সদা প্রাণে বাজে
কি বাঁধনে মোরে বেঁধেছে বল সে
দিয়ে গেছে গলে প্রেম-ফাঁসি॥
' গানটির রচয়িতা সম্পর্কে কোনো প্রামাণ্য তথ্য/সূত্র নেই। গানটির রেকর্ড হলেও (এইচএমভি পি ১১৬০০), ইন্দুবালা, জুন ১৯২৯) চুক্তিপত্রে, বুলেটিনে, লেবেলে বা রয়্যালিটি রেজিস্টারে কোথাও নজরুলের নাম নেই। পাণ্ডুলিপির সন্ধান পাই নি। 'বাংলা সাহিত্যে নজরুল' গ্রন্থের তালিকাতেও গানটি নেই। এসব কারণে গানটির গীতিকার নজরুল কিনা এ সম্পর্কে যথেষ্ঠ সংশয় রয়েছে।
কিন্তু কবি নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত 'নজরুল সঙ্গীত সংগ্রহ' ৯৩১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। পরে সুধীন দাশ-কৃত স্বরলিপি নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড-[নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬]-এ ১৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]