বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সোনার চাঁপা ভাসিয়ে দিয়ে গহীন সাগর-জলে
সোনার চাঁপা ভাসিয়ে দিয়ে গহীন সাগর-জলে
দূরে ব’সে কাঁদে কে রে কাঁদে আয় ফিরে আয় ব’লে॥
কার আঁচলের মানিক ওরে
অকূল স্রোতে পড়লি ঝরে রে
কোন্ মায়ের কোল্ খালি ক’রে এলি রে তুই চ’লে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪২)
মাসে এইচএমভি গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৬ বৎসর ৪ মাস।
-
গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১)।
৯৫৩
সংখ্যক গান। পৃষ্ঠা: ২৯২।
- রেকর্ড: এইচএমভি। [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক ১৩৪২)]।
শ্রীমন্ত। রেকর্ড নাটক। এন ৭৪২৫। তৃতীয় ও চতুর্থ খণ্ড। চরিত্র: মাঝি। শিল্পী: রঞ্জিৎ রায়
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: নাট্যগীতি
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: পা