শ্রীমন্ত

১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪২) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি নজরুলের রচিত 'শ্রীমন্ত ' নাটক প্রকাশ করেছিল। ছয় খণ্ডের এই নাটকটি ৩টি রেকর্ডে প্রকাশিত হয়েছিল। রেকর্ড নম্বরগুলো ছিল- এন ৭৪২৪ থেকে ৭৪২৬। এই রেকর্ড ৩টি ছিল ১০ ইঞ্চি পরিমাপের। এই রেকর্ডের উভয় পাশে নাটিকা মুদ্রিত হয়েছিল। সেপ্টেম্বর মাসে প্রকাশিত রেকর্ড বুলেটিনে নাটকি ছাপা হয়েছিল। মূল্য ছিল সাড়ে আট আনা।
   [রেকর্ড বুলেটিন]

এই নাটকে ৪টি গান ব্যবহৃত হয়েছিল। এই রেকর্ড নাটকে গান গেয়েছিলেন- হরিমতী ও রঞ্জিত রায়।

এই গানগুলো হলো-
সূত্র: