বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মাকে আমার এলাম ছেড়ে মা অভয়া
নাটিকা: ‘শ্রীমন্ত',
তাল: ত্রিমাত্রিক ছন্দ
মাকে আমার এলাম ছেড়ে মা অভয়া, মাকে দেখো।
মোর তরে মা কাঁদে যদি তুমি তাকে ভুলিয়ে রেখো॥
মায়ের যে বুক
শূন্য ক’রে
এলাম আমি
দেশান্তরে
শূন্য করে সেই খালি বুক মহামায়া তুমি থেকো॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪২) মাসে, এইচএমভি গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৬ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২০১২)। ৯৪৯ সংখ্যক গান। নাটিকা: ‘শ্রীমন্ত', রাগ
: ভৈরবী,
তাল : ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৯০।
- শ্রীমন্ত [রেকর্ড বুলেটিন,
এইচএমভি সেপ্টেম্বর ১৯৩৬]
- রেকর্ড:
- এইচএমভি [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক ১৩৪২)।
শ্রীমন্ত। রেকর্ড নাটক।
এন ৭৪২৫। তৃতীয় ও চতুর্থ
খণ্ড। শ্রীমন্তের গান।
শিল্পী:
হরিমতী। শ্রীমন্ত।
- সুরকার: নজরুল ইসলাম
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন ধর্ম, শাক্ত] নাট্যগীতি
- সুরাঙ্গ:
রামপ্রসাদী সুর
- তাল:
দাদরা
- গ্রহস্বর: সণ্