বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হে নিঠুর! তোমাতে নাই আশার আলো
নাটক: 'বিদ্যাপতি'
হে নিঠুর! তোমাতে নাই আশার আলো।
তাই কি তোমার রূপ কৃষ্ণ কালো॥
তুমি ত্রিভঙ্গ তাই তব সকলি বাঁকা
চোখে তব কাজলের ছলনা মাখা।
নিষাদের হাতে বাঁশি সেজেছে ভালো॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায়
না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৩ বঙ্গাব্দ) মাসে, নজরুল
ইসলাম গ্রামোফোন
রেকর্ডের জন্য রচনা করেছিলেন 'বিদ্যাপতি' নামক পালা-নাটিকা। এই সময় নজরুলে বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৯৫৬। নাটক: 'বিদ্যাপতি'। পৃষ্ঠা: ২৯৩]
- বিদ্যাপতি। রেকর্ড-নাটক। দ্বাদশ খণ্ড। [নজরুল রচনাবলী ষষ্ঠ
খণ্ড। বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। পৃষ্ঠা: ৩৫১]
-
নজরুল সঙ্গীত স্বরলিপি,
আটচল্লিশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্রিস আলী। [কবি নজরুল ইন্সটিটিউট,
কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৮২-৮৩] [নমুনা]
- রেকর্ড:
-
বিদ্যাপতি (রেকর্ড নাটিকা)। এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৬ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩ বঙ্গাব্দ)]।
এন ৯৭৭১। শিল্পী: কৃষ্ণচন্দ্র দে।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- ইদ্রিস আলী। ১৯৩৯ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [ শিল্পী: কৃষ্ণচন্দ্র
দে] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি
আটচল্লিশতম
খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন ধর্ম, বৈষ্ণব, কৃষ্ণ-বন্দনা]
- সুরাঙ্গ: কীর্তনাঙ্গ