বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
প্রিয়তম এসো ফিরে রহিবে কি দূরে দূরে
প্রিয়তম এসো ফিরে রহিবে কি দূরে দূরে
ভুলি মোরে চিরতরে ভাসাইয়া আঁখি-নীরে॥
আছি ব’সে পথ
চেয়ে
আঁধার এলো যে
ছেয়ে
মনের বনের ছায়ে এসো মিলন মধুর সুরে॥
নয়নের মণিহারা
নিভে গেছে
শুকতারা
ভেসে আসে কালো মেঘ আমার গগন ঘিরে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৪ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে (আশ্বিন-কার্তিক ১৩৪১) টুইন রেকর্ড এই গানের একটি রেকর্র্ড প্রথম প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স
ছিল ৩৫ বৎসর ৪ মাস।
- রেকর্ড: টুইন [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)। এফটি ৩৪৩৮। শিল্পী: মাস্টার কমল দাশগুপ্ত
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর