ভাঙার গান
কাজীনজরুল ইসলাম

                    ঝোড়ো গান
                            [কীর্তন]

 (আমি)     চাইনে হতে ভ্যাবাগঙ্গারাম
                      ও দাদা শ্যাম!
তাই        গান গাই আর যাই নেচে যাই
                       ঝম্‌ঝমা‌ঝম্ অবিশ্রাম

         আমি          সাইক্লোন আর তুফান
         আমি          দামোদরের বান
         খোশখেয়ালে উড়াই ঢাকা, ডুবাই বর্ধমান।
আর   শিবঠাকুরকে কাঠি করে বাজাই ব্রহ্মা-বিষ্ণু-ড্রাম


রচনা ও প্রকাশকাল:
গানটির নিচে লেখা আছে- 'মাদারীপুর শান্তি-সেনা বাহিনীর প্রধান অধ্যক্ষ পূর্ণচন্দ্র দাশ-এর কারামুক্তি উপলক্ষে রচিত'। কিন্তু কবে এই ঘটনাটি ঘটেছিল তা জানা যায় না। ১৩৩১ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (আগষ্ট ১৯২৪) 'ভাঙার গান' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থেও গানটির রচনাকাল ও স্থানের উল্লেখ নেই। তাই প্রকাশের বিচারে এই গানটিকে নজরুলের ২৫ বৎসর অতিক্রান্ত বয়সের  গান হিসেবে বিবেচনা করা হলো।