কথা:
রামনিধি গুপ্ত (নিধুবাবু)
গান: ১২১
ভৈরব ॥ জলদ্ তেতালা॥
বিভাবরী পোহাইল, অনেকে হরিষ হল।
আমারে হতেছে বোধ দিনমণি কাল॥ ১॥
দেখনা সই একি বিষম হইল পিরীতি মোরে ।
কহিতে সে দুঃখ, বিদরয়ে বুক, নয়ন নীরেতে
ভাসে অনল অন্তরে॥
রাখিতে কুলের ভয়, তেজিতে প্রাণ সংশয়।
গন্ধমুখি মুখে, হরি হরি ডাকে, তেজিলে নয়ন
যায় থাইলে সে মরে ॥ ১॥
বিনয়ের বশ যদি হইত যামিনী ।
প্রভাত প্রমাদ তবে সহে কি কামিনী ।
পরশে প্রাতঃ সমীর, চঞ্চল অন্তর মোর,
কেমনে রাখিব আর, শুন গুণমণি ॥১॥
সূত্র:
১. গীতরত্ন গ্রন্থ (তৃতীয় সংস্করণ ১২৭৫ বঙ্গাব্দ)। রামনিধি গুপ্ত।