কথা:
রামনিধি গুপ্ত (নিধুবাবু)
গান: ২
ভৈরব॥ জলদ তেতালা ॥
দেখ না সই, প্রভাতে অরুণসহ উদয় শশী।
গেল বিভাবরী, কাতর চকোরী,
এখন শশীরে পেয়ে রহিল উপোষী॥
প্রফুল্ল নীরে কমল, মলিন হৃদি কমল
সময়ের গুণ, কি কব এখন।
মিলনে অধিক দুঃখ হইল প্রিয়সী ॥১॥
পাঠভেদ:
এখন শশীরে পেয়ে রহিল উপোষী
:[নিধুবাবু ও তাঁর টপ্পা]
এখন শশীরে পেয়ে রহিল উপোসি
:[বাঙালির গান ]
কমল বদন, মলিন এমন, না পারি দেখিতে॥
:[নিধুবাবু ও তাঁর টপ্পা]
কমল-বদন, মলিন এমন, না পারি দেখিতে॥
:[বাঙালির গান ]
সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
রাগ: ভৈরব। তাল: ঢিমে তেতালা [নিধুবাবু ও তাঁর টপ্পা]
রাগ: ভৈরবী। তাল: জলদ তেতালা [বাঙালির গান ]
তাল: জলদ তেতালা [গীতরত্ন গ্রন্থ]
সূত্র:
১. গীতরত্ন গ্রন্থ (তৃতীয় সংস্করণ ১২৭৫ বঙ্গাব্দ)। রামনিধি গুপ্ত।
২, নিধুবাবু ও তাঁর টপ্পা। গান-১। রমাকান্ত সম্পাদিত। (বইমেলা, ২০০১)।
২. বাঙালির গান। গান-২ ও ৪৩৫। দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। এপ্রিল ২০০১ সংস্করণ।