কথা:
রামনিধি গুপ্ত (নিধুবাবু)
গান: ২০
ভৈরব ॥ জলদ তেতালা ॥
সুজন সহিত প্রম,কি পরমাধিক সুখ,করেছে সে জানে।
চকোরের প্রীত,চাঁদের সহিত,
শ শীও তেমোতি তারে তোষে সুধাদানে॥
শীতল হইবে বল্যা,পতঙ্গ অনলে জ্বল্যা,ত্যজয়ে জীবন।
যার যেবা ভাব,সেই রূপ লাভ,
শঠের স্বভাব ভালো না হয় কখন॥
সূত্র:
১. গীতরত্ন গ্রন্থ (তৃতীয় সংস্করণ ১২৭৫ বঙ্গাব্দ)। রামনিধি গুপ্ত।