কথা: রামনিধি গুপ্ত (নিধুবাবু)
গান:

 

             ভৈরব জলদ তেতালা
দেখ না সই! এ কি বিষম হইল পিরীতি মোরে।
         কহিতে সে দুঃখ, বিদরয়ে বুক,
নয়ন নীরেতে ভাসে অনল অন্তরে
রাখিতে কুলের ভয়, ত্যজিতে প্রাণ সংশয়।
          গন্ধমুখী মুখে, হরি হরি ডাকে।
ত্যজিলে নয়ন যায়, খাইলে সে মরে


সূত্র:

১. গীতরত্ন গ্রন্থ (তৃতীয় সংস্করণ ১২৭৫ বঙ্গাব্দ)। রামনিধি গুপ্ত।