কথা: রামনিধি গুপ্ত (নিধুবাবু)
গান: ৫

 

     ভৈরব জলদ তেতালা
বিনয়ের বশ যদি হইত যামিনী।
প্রভাত প্রমাদ তবে সহে কি কামিনী
         পরশে প্রাতঃ সমীর,
         চঞ্চল অন্তর মোর,
কেমনে রাখিব আর শুন গুণমণি