কথা: রামনিধি গুপ্ত (নিধুবাবু)
গান: ৬

 

         ভৈরবী জলদ তেতালা
এমন পিরীতি প্রাণ জানিলে কে কার। হে।
সুখ আশে ভাসে সদা দুঃখের সাগরে
সতত চাতুরী করি জ্বলাবে আমারে।
তব কি যতনে প্রাণ সঁপিহে তোমারে 
বিরহ জ্বলায় মন করি ত্যজিবারে।
ছাড়িলে না ছাড়া যায়, কি হলো আমারে


সূত্র:

১. গীতরত্ন গ্রন্থ (তৃতীয় সংস্করণ ১২৭৫ বঙ্গাব্দ)। রামনিধি গুপ্ত।