কথা:
রামনিধি গুপ্ত (নিধুবাবু)
গান: ৯
ভৈরব ॥ জলদ তেতালা ॥
কেন পিরীতি করলাম! মজিলাম হায়
পিরীতি করিয়া সখি,এ কি হল দায়॥
কহিতে সে সব দুঃখ প্রাণ বাহিরায়।
মনে করি, না ভুলিব তাহার কথায়॥
দেখিলে তাহার মুখ,দুঃখে হাসি পায়॥
সূত্র:
১. গীতরত্ন গ্রন্থ (তৃতীয় সংস্করণ ১২৭৫ বঙ্গাব্দ)। রামনিধি গুপ্ত।