খেয়া
রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ

 

১৩১৩ বঙ্গাব্দে কাব্যাকারে প্রকাশিত হয়। এর ১৬টি কবিতা বঙ্গদর্শন, ভারতী ও ভাণ্ডার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অবশিষ্ট কবিতাগুলো পাণ্ডুলিপি থেকে গৃহীত হয়েছিল।

বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী দশম খণ্ডে (বৈশাখ ১৩৯৩ বঙ্গাব্দ) 'কবিতা ও গান' অংশে অন্তর্ভুক্ত হয়েছে। খেয়ার এই বৈদ্যুতিন সংস্করণ এই পাঠ অনুসরণে তৈরি করা হয়েছে।

 

সূচি

অনাবশ্যক
অনাহত
অনুমান
অবারিত
আগমন
কুয়ার ধারে
কৃপণ
কোকিল
খেয়া
গান শোনা
গোধূলিলগ্ন
ঘাটে
ঘাটের পথে 
চাঞ্চল্য
জাগরণ
জাগরণ
ঝড়
টিকা
ত্যাগ
দান
দিঘি
দিনশেষ
নিরুদ্যম
নীড় ও আকাশ

পথিক
পথের শেষ
প্রচ্ছন্ন
প্রতীক্ষা 
প্রভাতে 
প্রার্থনা
ফুল ফোটানো
বন্দী
বর্ষাপ্রভাত
বর্ষাসন্ধ্যা
বাঁশি
বালিকা বধূ
বিকাশ
বিচ্ছেদ
বিদায়
বৈশাখে
ভার
মিলন
মুক্তিপাশ
মেঘ
লীলা
শুভক্ষণ
শেষ খেয়া
সব-পেয়েছি'র দেশ
সমাপ্তি
সমুদ্রে
সার্থক নৈরাশ্য
সীমা
হার
হারাধন