|
দূত
ছিনু আমি বিষাদে মগনা
অন্যমনা
তোমার বিচ্ছেদ-অন্ধকারে ।
হেনকালে নির্জন কুটিরদ্বারে
অকস্মাৎ
কে করিল করাঘাত,
কহিল গম্ভীর কণ্ঠে, অতিথি এসেছি, দ্বার-খোলো ।
মনে হল
ওই যেন তোমারি স্বর শুনি,
ওই যেন দক্ষিণবায়ু দূরে ফেলি মদির ফাল্গুনী
দিগন্তে আসিল পূর্বদ্বারে,
পাঠালো নির্ঘোষ তার বজ্রধ্বনিমন্দ্রিত মল্লারে ।
কেঁপেছিল বক্ষতল
বিলম্ব করি নি তবু অর্ধ পল ।
মুহূর্তে মুছিনু অশ্রুবারি,
বিরহিণী নারী,
ছাড়িনু ধেয়ান তব তোমারি সম্মানে,
ছুটে গেনু দ্বার-পানে ।
শুধালেম, তুমি দূত কার ।
সে কহিল, আমি তো সবার ।
যে ঘরে তোমার শয্যা একদিন পেতেছি আদরে
ডাকিলাম তারে সেই ঘরে ।
আনিলাম অর্ঘ্যথালি,
দীপ দিনু জ্বালি ।
দেখিলাম বাঁধা তারি ভালে
যে মালা পরায়েছিনু তোমারেই বিদায়ের কালে ।
[কলিকাতা]
২০ অগস্ট ১৯২৮ |