শারদোৎসব
১৩১৫ খ্রিষ্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত



পাত্রগণ

সন্ন্যাসী
ঠাকুরদাদা
লক্ষেশ্বর
উপনন্দ
রাজা
রাজদূত
অমাত্য
বালকগণ


  রাগিণী ভৈরবী। তাল তেওরা

আজ   বুকের বসন ছিঁড়ে ফেলে
             দাঁড়িয়েছে এই প্রভাতখানি,
         আকাশেতে সোনার আলোয়
            ছড়িয়ে গেল তাহার বাণী।

         ওরে মন, খুলে দে মন,
         যা আছে তোর খুলে দে।
         অন্তরে যা ডুবে আছে
         আলোক-পানে তুলে দে।

         আনন্দে সব বাধা টুটে
         সবার সাথে ওঠ্‌ রে ফুটে,
         চোখের' পরে আলস-ভরে
         রাখিস নে আর আঁচল টানি।


সূচি

প্রথম দৃশ্য
দ্বিতীয় দৃশ্য