পাঠ ও পাঠভেদ:
দিনের বিচার করো—
দিনশেষে তব সমুখে দাঁড়ানু ওহে জীবনেশ্বর।
দিনের কর্ম লইয়া স্মরণে সন্ধ্যাবেলায় সঁপিনু চরণে—
কিছু ঢাকা নাই তোমার নয়নে, এখন বিচার করো॥
মিথ্যা আচারে যদি থাকি মজি আমার বিচার করো।
মিথ্যা দেবতা যদি থাকি ভজি, আমার বিচার করো।
লোভে যদি কারে দিয়ে থাকি দুখ, ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,
পরনিন্দায় পেয়ে থাকি সুখ, আমার বিচার করো॥
অশুভকামনা করি যদি কার, আমার বিচার করো।
রোষে যদি কারো করি অবিচার, আমার বিচার করো।
তুমি যে জীবন দিয়েছ আমারে কলঙ্ক যদি দিয়ে থাকি তারে,
আপনি বিনাশ করি আপনারে, আমার বিচার করো॥
	
	ক. রচনাকাল ও স্থান: 
    ১৩০৬ 
	বঙ্গাব্দের ১১ মাঘ  [বুধবার, 
২৪ 
জানুয়ারি 
	১৯০০ খ্রিষ্টাব্দ] তারিখে, 
		
	সপ্ততিতম 
সাংবৎসরিক মাঘোৎসবের 
		
	অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবে সকাল ও 
	সন্ধ্যায় অনুষ্ঠিত উপাসনায় রবীন্দ্রনাথের রচিত মোট ২৩টি গান পরিবেশিত হয়েছিল। 
	এর ভিতরে 'মহাবিশ্বে মহাকাশে মহাকালে' গানটি পূর্বে রচিত। বাকি ২২টি গান এই 
	উৎসব উপলক্ষে রচিত। এর ভিতরে এই গানটি সান্ধ্যাকালীন অধিবেশনে পরিবেশিত হয়েছিল। 
	এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৮ বৎসর ৮-৯ মাস।
   
	 [রবীন্দ্রনাথের 
	৩৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]