বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		শিরোনাম: 
      এসো 
      গো নূতন জীবন।
পাঠ ও পাঠভেদ:
এসো গো নূতন জীবন।
এসো গো কঠোর নিঠুর নীরব, এসো গো ভীষণ শোভন॥
এসো অপ্রিয় বিরস তিক্ত, এসো গো অশ্রুসলিলসিক্ত,
এসো গো ভূষণবিহীন রিক্ত, এসো গো চিত্তপাবন॥
থাক্ বীণাবেণু, মালতীমালিকা পূর্ণিমানিশি, মায়াকুহেলিকা—
এসো গো প্রখর হোমানলশিখা হৃদয়শোণিতপ্রাশন।
এসো গো পরমদুঃখনিলয়, আশা-অঙ্কুর করহ বিলয়—
এসো সংগ্রাম, এসো মহাজয়, এসো গো মরণসাধন॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
	গ্রন্থ: 
	 
			
			প্রথম সংস্করণ 
			[সিটি 
					বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ।
					গান।
			
			 ভৈরোঁ। 
					পৃষ্ঠা: ৭০-৭১।
			[নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
			
			
রাগ: ভৈরব (স্বরলিপি নেই)। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭২।]
ক. 
		
    স্বরলিপি নাই।