হায় হায় হায় দিন চলি যায়।
চা-স্পৃহ চঞ্চল চাতকদল’ চল’ চল’ চল’ হে॥
টগ’বগ’-উচ্ছল কাথলিতল-জল কল’কল’ হে।
এল চীনগগন হতে পূর্বপবনস্রোতে শ্যামলরসধরপুঞ্জ॥
শ্রাবণবাসরে রন ঝর’ঝর’ ঝরে, ভুঞ্জ হে ভুঞ্জ দলবল হে।
এস’ পুঁথিপরিচারক তদ্ধিতকারক তারক তুমি কাণ্ডারী।
এস’ গণিতধুরন্ধর কাব্যপুরন্দর ভূবিবরণভাণ্ডারী।
এস’ বিশ্বভারনত শুষ্করুটিনপথ- মরু-পরিচারণক্লান্ত।
এস’ হিসাবপত্তরত্রস্ত তহবিল-মিল-ভুল-গ্রস্ত লোচনপ্রান্ত- ছল’ছল’ হে।
এস’ গীতিবীথিচর তম্বুরকরধর তানতালতলমগ্ন।
এস’ চিত্রী চট’পট’ ফেলি তুলিকপট রেখাবর্ণবিলগ্ন।
এস’ কনস্টিট্যুশন- নিয়মবিভূষণ তর্কে অপরিশ্রান্ত।
এস কমিটিপলাতক বিধানঘাতক এস’ দিগভ্রান্ত টল’মল’ হে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ। শান্তিনিকেতন।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
প্রহাসিনী
সু সীম চা চক্র (পৌষ ১৩৪৫)।
(রবীন্দ্ররচনাবলী ২৩)
স্বরবিতান ত্রয়োদশ (১৩) খণ্ড (বিশ্বভারতী, জ্যৈষ্ঠ ১৪১৩), গান সংখ্যা: ৩০, পৃষ্ঠা ৮৬-৮৮।
পত্রিকা:
শান্তিনিকেতন পত্রিকা (শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ)।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চাশত্তম খণ্ডে (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ : ভীমপলশ্রী। তাল : কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৪।
রাগ: ভীমপলশ্রী, মুলতান। তাল : কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৫।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: ্ণা।
লয়: