বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: 
ওগো 
      পুরবাসী, 
      আমি  দ্বারে দাঁড়িয়ে আছি উপবাসী॥
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ: বিচিত্র ১৩২। 
      
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		 
		
		ওগো 
      পুরবাসী,
      
      
                আমি  দ্বারে দাঁড়িয়ে আছি উপবাসী॥
      
      
      হেরিতেছি সুখমেলা,
      
      
      
         ঘরে ঘরে কত খেলা,
      
      
      শুনিতেছি সারা বেলা সুমধুর বাঁশি॥
      
      চাহি 
      না অনেক ধন,
      
      
      
               রব না অধিক ক্ষণ,
      
      যেথা 
      হতে আসিয়াছি সেথা যাব ভাসি।
      
      
      তোমরা আনন্দে রবে         নব নব উৎসবে,
      
      কিছু 
      ম্লান নাহি হবে গৃহভরা হাসি॥
      
 
	- 
	পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের দুটি পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায়।Ms 129-এ
পাওয়া যায়। [নমুনা]
- 
	 Ms 290-এ
পাওয়া যায়।
পাঠভেদ: নাই 
তথ্যানুসন্ধান
		- 
		ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
	Ms 129-এ 
		গানটির রচনাকাল উল্লেখ আছে, ১৭ই জ্যৈষ্ঠ। এই গানটি বিসর্জন নাটকটির প্রথম সংস্করণে 
		অন্তর্ভুক্ত হয়ে প্রথম 
প্রকাশিত হয় ১২৯৭ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে। উভয় মিলে ধারণা করা যায়, গানটি ১২৯৭ 
		বঙ্গাব্দের ১৭ই জ্যৈষ্ঠ রচিত। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৯ বৎসর ১ মাস।
 
- 
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
		কাব্যগ্রন্থ  অষ্টম খণ্ড 
	(মজুমদার লাইব্রেরি, ১৩১০)
- 
				
	
	কাব্যগ্রন্থাবলী 
				
				
				
				
				
	 [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। 
				বিসর্জন।
				দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। অপর্ণার গান।
				পৃষ্ঠা: ২৬০-২৬১][নমুনা 
	প্রথমাংশ
	শেষাংশ]
- 
	
	
				
				গান
				 
				
				মিশ্র- 
				
				সিন্ধু। 
				
				পৃষ্ঠা: ৯৪-৯৫] 
	
	[নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ] 
- ইন্ডিয়ান প্রেস (১৩১৬)
- ইন্ডিয়ান পাবলিশিং হাউস (১৩২১)
গীতবিতান
				- 
				প্রথম খণ্ড, দ্বিতীয় 
				সংস্করণ (বিশ্বভারতী, 
				১৩৪৮)।
				অখণ্ড সংস্করণ, তৃতীয় 
				সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।  
বিচিত্র পর্যায়ের 
১৩২ সংখ্যক গান।
			
			
			
			বিসর্জন
			
			
				- 
	
				
				দ্বিতীয় সংস্করণ [আদি ব্রাহ্মসমাজ যন্ত্র। 
				
				১৩০৬ বঙ্গাব্দ। দ্বিতীয় 
				অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। অপর্ণার গান।  পৃষ্ঠা: ৪৭]  [নমুনা] 
					
- 
				রবীন্দ্ররচনাবলী, দ্বিতীয় খণ্ড (বিশ্বভারতী, পৌষ ১৩৪৬)। দ্বিতীয় 
				দৃশ্য, অপর্ণার গান।
স্বরবিতান অষ্টাবিংশ 
(২৮) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৬-৪১।
		
			
		
		গ. 
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			- স্বরলিপিকার: 
			শৈলজারঞ্জন মজুমদার
- সুর ও তাল: 
			
			- মিশ্র খাম্বাজ। কাহারবা [স্বরবিতান অষ্টাবিংশ 
(২৮) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) ]
- রাগ : মিশ্র 
		খাম্বাজ। তাল:
		কাহারবা।
		
		 [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪১]
- রাগ: খাম্বাজ। তাল: 
		তকাহারবা।
		
		 [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
				পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৬।]
				
 
গ্রহস্বর: মা।
			
			লয়: মধ্য।