বিসর্জন
রবীন্দ্রনাথের রচিত একটি নাটক।
রবীন্দ্রনাথ ত্রিপুরারাজ্যের রাজপরিবারের দ্বন্দ্ব নিয়ে রাজর্ষি নামক একটি উপন্যাস
রচনা করেন। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ১২৯৩ বঙ্গাব্দে। এই উপন্যাসের প্রথমাংশ
অবলম্বনে রবীন্দ্রনাথ 'বিসর্জন' নামে একটি নাটক রচনা করেন। এই নাটকটি প্রথম
প্রকাশিত হয় ১২৯৭ খ্রিষ্টাব্দে।
পরে তিনি এই নাটকটি পরিবর্তন করে নতুন রূপ দান করেন। এই পরিবর্তিত রূপটি ১৩০৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী' নামক সংকলনের অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। এই পরিবর্তনের সময় অনেক দৃশ্য সংক্ষিপ্ত হয়। আবার কোনো কোনো অংশ বাদ দেওয়া হয়। এছাড়া নতুন করে লেখা কিছু অংশ যুক্তও হয়। এই পরিবর্তনের জন্য প্রথম সংস্করণের কিছু চরিত্র বাদ পড়ে যায়।
১৩০৬ খ্রিষ্টাব্দে গ্রন্থটির
দ্বিতীয় সংস্করণ হিসেবে প্রকশিত হয়। অবশ্য 'কাব্যগ্রন্থাবলী'র সংস্কারকে ধরলে এই
সংস্করণটি হয় তৃতীয় সংস্করণ। এই সংস্করণে প্রধান পরিবর্তনটি হলো—
পঞ্চম অঙ্কের শেষ দৃশ্যে 'পুষ্প-অর্ঘ্য' নিয়ে গোবিন্দমাণিক্যের প্রবেশ এবং এর পরে
কিছু অংশের সংযোজন।
১৩৩৩
বঙ্গাব্দে 'বিসর্জন'-এর নতুন সংস্করণ প্রকাশিত হয়। এই
সংস্করণে প্রথম সংস্করণের বেশকিছু বাদ দেওয়া অংশ। এই সংস্করণে ১৩৩০ বঙ্গাব্দে রচিত
লিখিত কিছু নতুন অংশ যুক্ত করা হয়। অবশ্য এই সংস্করণ পরে বাদ দেওয়া হয়।
বিসর্জনের প্রচলিত পাঠ
সূত্র:
রবীন্দ্ররচনাবলী, দ্বিতীয় খণ্ড (বিশ্বভারতী, পৌষ ১৩৪৬)
সূচি
উৎসর্গ
নাটকের পাত্রগণ
প্রথম অঙ্ক
দ্বিতীয় অঙ্ক
তৃতীয় অঙ্ক
চতুর্থ অঙ্ক
পঞ্চম অঙ্ক