বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আঃ বেঁচেছি এখন।
পাঠ ও পাঠভেদ:
আঃ বেঁচেছি এখন। শর্মা ও দিকে আর নন।
গোলেমালে ফাঁকতালে পালিয়েছি কেমন।
লাঠালাঠি কাটাকাটি ভাবতে লাগে দাঁতকপাটি,
তাই, মানটা রেখে প্রাণটা নিয়ে সটকেছি কেমন—
আহা সটকেছি কেমন।
আসুক তারা আসুক আগে, দুনোদুনি নেব ভাগে,
স্যান্তামিতে আমার কাছে দেখব কে কেমন।
শুধু মুখের জোরে, গলার চোটে লুট-করা ধন নেব লুটে,
শুধু দুলিয়ে ভুঁড়ি বাজিয়ে তুড়ি করব সরগরম—
আহা করব সরগরম॥
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা। প্রথম দৃশ্য। অরণ্য, প্রথম দস্যু। মিশ্র সিন্ধু। পৃষ্ঠা ২৮] [নমুনা]
স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা
(বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।
বাণী অংশ :
পৃষ্ঠা
৭-৮।
স্বরলিপি অংশ:
পৃষ্ঠা
২৮-২৯।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: সুরান্তর রয়েছে।
স্বরলিপিকার: দ্বিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান ৪৯ খণ্ডে গানটির রাগ ও তালের উল্লেখ নেই। গানটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ। [স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)]
গ্রহস্বর: সা।