বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভা। বনদেবীগণের গান। 
	
		
 বাণী বীণাপাণি, করুণাময়ী,
			অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে,
			দরশ দিয়ে লুকালে কোথা দেবী অয়ি!
			স্বপনসম মিলাবে যদি কেন গো দিলে চেতনা—
			চকিতে শুধু দেখা দিয়ে চির মরমবেদনা!
			তোমারে চাহি ফিরিছে হেরো কাননে কাননে ওই॥
		
	
	- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
	
 
- তথ্যানুসন্ধান
		- 
ক. রচনাকাল ও স্থান: 
 
- 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
	- 
গ্রন্থ:
	
	- 
কাব্যগ্রন্থাবলী 
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।  
বাল্মীকি প্রতিভা। ষষ্ঠ দৃশ্য। বনদেবীগণের গান
। ভৈরোঁ।
	পৃষ্ঠা ৩৫] 
	[নমুনা]
	
- 
	
	গীতবিতান 
	
- 	প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ)।
বাল্মীকি প্রতিভা। 
			বনদেবীগণের গান। 
			ভৈরোঁ। পৃষ্ঠা: ৩৩। [নমুনা: 
	নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। 
বাল্মীকি প্রতিভা। 
			বনদেবীগণের গান। 
			
 
- 
			
				 
				
				বাল্মীকি প্রতিভা।
				
					- 
					দ্বিতীয় সংস্করণ (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)
	ষষ্ঠ দৃশ্য। বনদেবীগণের গান গান। ভৈঁরো। পৃষ্ঠা: ২৫-২৬ । [নমুনা:
		প্রথমাংশ,
		শেষাংশ]
	
 
- স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা 
	(বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।
 
 
 
- 
গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		
			- 
			
			স্বরলিপিকার: 
			
- 
সুর ও তাল: 
		
			- 
			রাগ : খট । 
			তাল: ঝাঁপতাল ।[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। 
	সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)
	। পৃষ্ঠা: 
			৬৯]
- রাগ: 
			ভৈরব। তাল: 
			ঝাঁপতাল।[রাগরাগিণীর 
				এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, 
				পৃষ্ঠা: ১১৯।
 
 
- 
			
			গ্রহস্বর: