বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: কোথায়
জুড়াতে আছে ঠাঁই
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: বাল্মীকির
গান
কোথায় জুড়াতে আছে ঠাঁই—
কেন প্রাণ কেন কাঁদে রে।
যাই দেখি শিকারেতে, রহিব আমোদে মেতে,
ভুলি সব জ্বালা বনে বনে ছুটিয়ে—
কেন প্রাণ কেন কাঁদে রে।
আপনা ভুলিতে চাই, ভুলিব কেমনে—
কেমনে যাবে বেদনা।
ধরি ধনু আনি বাণ গাহিব ব্যাধের গান,
দলবল লয়ে মাতিব—
কেন প্রাণ কেন কাঁদে রে॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না।
১২৯২ বঙ্গাব্দের ফাল্গুন মাসে বাল্মীকি প্রতিভার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এই
গ্রন্থে গানটি প্রথম দৃশ্যে স্থান পেয়েছিল। প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪
বৎসর ১০ মাস।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা। চতুর্থ দৃশ্য।
বাল্মীকির গান ।
বেহাগ। পৃষ্ঠা: ৩২]
[নমুনা]
-
গান
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ। [বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ।
বাল্মীকি প্রতিভা (১২৯২ বঙ্গাব্দ, পরিমার্জিত সংস্করণ) থেকে
গৃহীত হয়েছিল] বাল্মীকি প্রতিভা। চতুর্থ দৃশ্য।
বাল্মীকির গান । বেহাগ। পৃষ্ঠা: ২৪-২৫।[নমুনা:
প্রথমাংশ
,
শেষাংশ]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি প্রতিভা।
বাল্মীকির গান।
বেহাগ
-
বাল্মীকি প্রতিভা
-
দ্বিতীয় সংস্করণ
(আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। ষষ্ঠ দৃশ্য।
বাল্মীকির গান। টোড়ী। পৃষ্ঠা: ১৪।
[নমুনা]
-
ঊনপঞ্চাশত্তম খণ্ড
(৪৯), বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)। বাণী অংশ : পৃষ্ঠা
১৬। স্বরলিপি অংশ: পৃষ্ঠা: ৬২-৬৩।
[নমুনা]
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুর ও তাল:
- রাগ: বেহাগ। তাল: ত্রিতাল।
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস,
জানুয়ারি ১৯১৩)। পৃষ্ঠা : ৪৭]
-
রাগ: বেহাগ, খাম্বাজ। তাল: ত্রিতাল
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৫।]
গ্রহস্বর: সা