বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
নমি নমি, ভারতী, তব কমলচরণে।
পাঠ ও পাঠভেদ:
বনদেবী।             নমি নমি, ভারতী, তব কমলচরণে।
                        পুণ্য হল বনভূমি, ধন্য হল প্রাণ।
বাল্মীকি।             পূর্ণ হল বাসনা, দেবী কমলাসনা—
                        ধন্য হল দস্যুপতি, গলিল পাষাণ।
বনদেবী।             কঠিন ধরাভূমি এ, কমলালয়া তুমি যে—
                        হৃদয়কমলে চরণকমল করো দান।
বাল্মীকি।             তব কমলপরিমলে রাখো হৃদি ভরিয়ে—
                        চিরদিবস করিব তব চরণসুধাপান॥