বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
নমি নমি, ভারতী, তব কমলচরণে।
পাঠ ও পাঠভেদ:
বনদেবী। নমি নমি, ভারতী, তব কমলচরণে।
পুণ্য হল বনভূমি, ধন্য হল প্রাণ।
বাল্মীকি। পূর্ণ হল বাসনা, দেবী কমলাসনা—
ধন্য হল দস্যুপতি, গলিল পাষাণ।
বনদেবী। কঠিন ধরাভূমি এ, কমলালয়া তুমি যে—
হৃদয়কমলে চরণকমল করো দান।
বাল্মীকি। তব কমলপরিমলে রাখো হৃদি ভরিয়ে—
চিরদিবস করিব তব চরণসুধাপান॥
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা। পঞ্চম দৃশ্য। বনদেবীগণ ও বাল্মীকির গান। পৃষ্ঠা ৩৫] [নমুনা]
স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান: এটি একটি ভাঙা গান। ইন্দিরাদেবীর রচিত 'রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণী সংগম' গ্রন্থে এই গানটি ভাঙাগানের তালিকাভুক্ত করা হয়েছে। এই গ্রন্থে মূল গানটিকে গুজরাটি গান হিসেবে উল্লেখ আছে, কিন্তু মূল গানটির বাণীর উল্লেখ নেই। রাগ-তাল হিসেবে উল্লেখ আছে 'প্রভাতী-ঝাঁপতাল'।
স্বরলিপিকার:
			সুর ও তাল: 
			
		 
			রাগ: 
			প্রভাতী-গুজরাটি। 
তাল: ঝাঁপতাল। 
			
			
			[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, 
			ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬১
			
গ্রহস্বর: