বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: নমি নমি, ভারতী, তব কমলচরণে।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভা। বনদেবীগণ ও বাল্মীকির গান।
বনদেবী। নমি নমি,
ভারতী, তব কমলচরণে।
পুণ্য হল বনভূমি, ধন্য হল প্রাণ।
বাল্মীকি। পূর্ণ হল বাসনা, দেবী কমলাসনা—
ধন্য হল দস্যুপতি, গলিল পাষাণ।
বনদেবী। কঠিন ধরাভূমি এ, কমলালয়া তুমি যে—
হৃদয়কমলে চরণকমল করো দান।
বাল্মীকি। তব কমলপরিমলে রাখো হৃদি ভরিয়ে—
চিরদিবস করিব তব চরণসুধাপান॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১২৯২ বঙ্গাব্দের ফাল্গুন মাসে বাল্মীকি প্রতিভার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এই গ্রন্থে গানটি প্রথম দৃশ্যে স্থান পেয়েছিল। প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ১০ মাস।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
বাল্মীকি প্রতিভা। পঞ্চম দৃশ্য।
বনদেবীগণ ও বাল্মীকির গান। পৃষ্ঠা ৩৫]
[নমুনা]
-
গান
- গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ।
[বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ। বাল্মীকি প্রতিভা (১২৯২ বঙ্গাব্দ,
পরিমার্জিত সংস্করণ) থেকে গৃহীত হয়েছিল]
বাল্মীকি প্রতিভা।
বনদেবীগণ ও বাল্মীকির গান।
পৃষ্ঠা
৩১। [
নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি প্রতিভা
।
বনদেবীগণ ও বাল্মীকির গান।
-
বাল্মীকি প্রতিভা
-
দ্বিতীয় সংস্করণ
(আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। পঞ্চম দৃশ্য।
বনদেবীগণের গান। ভূপালি। পৃষ্ঠা: ২২-২৩।
[নমুনা]
-
ঊনপঞ্চাশত্তম খণ্ড
(৪৯), বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)। বাণী
অংশ: পৃষ্ঠা ২২। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৮০-৮১।
[নমুনা]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। বাল্মীকি
প্রতিভা। ষষ্ঠ দৃশ্য।
বনদেবীগণ ও বাল্মীকির গান।
পৃষ্ঠা: ১০২৩ [নমুনা]
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান। ইন্দিরাদেবীর রচিত 'রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণী
সংগম' গ্রন্থে এই গানটি ভাঙাগানের তালিকাভুক্ত করা হয়েছে। এই গ্রন্থে
মূল গানটিকে গুজরাটি গান হিসেবে উল্লেখ আছে, কিন্তু মূল গানটির
বাণীর উল্লেখ নেই। রাগ-তাল হিসেবে উল্লেখ আছে 'প্রভাতী-ঝাঁপতাল'।
-
স্বরলিপিকার:
-
মূল স্বরলিপিটি ইন্দিরাদেবী সম্পাদিত।
-
দিনেন্দ্রনাথ ঠাকুর। সুরান্তর
[স্বরবিতান
৪৯, বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)]
সুর ও তাল:
-
রাগ:
প্রভাতী-গুজরাটি।
তাল: ঝাঁপতাল।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬১
- রাগ: গুজরাটি। তাল: ঝাঁপতাল
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৬]
গ্রহস্বর: গা