বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: প্রাণ নিয়ে তো সটকেছি রে, করবি এখন কী।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভার প্রথম দস্যুর গান।
প্রথম দস্যু।
প্রাণ নিয়ে তো সটকেছি রে, করবি এখন কী।
ওরে বরা, করবি এখন কী।
বাবা রে, আমি চুপ করে এই কচুবনে লুকিয়া থাকি।
এই মরদের মুরদখানা দেখেও কি রে ভড়কালি না।
বাহবা! শাবাশ তোরে, শাবাশ রে তোর ভরসা দেখি॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা।
চতুর্থ দৃশ্য। প্রথম দস্যুর গান।
দেশ। পৃষ্ঠা: ৩৩]
[নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ
[সিটী বুক সোসাইটী ১৩১৫] বাল্মীকি প্রতিভা। চতুর্থ দৃশ্য।
প্রথম দস্যুর গান।
দেশ। পৃষ্ঠা: ১৬৯]
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ।
[বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ। বাল্মীকি প্রতিভা (১২৯২
বঙ্গাব্দ, পরিমার্জিত সংস্করণ) থেকে গৃহীত হয়েছিল]
বাল্মীকি
প্রতিভা।
প্রথম দস্যুর গান। দেশ।
পৃষ্ঠা: ১৮।
নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি প্রতিভা গীতিনাট্য।প্রথম দস্যুর গান। দেশ। ।
-
বাল্মীকি প্রতিভা
- প্রথম সংস্করণ (ফাল্গুন ১২৮৭)।
- দ্বিতীয় সংস্করণ স্বরবিতান ৪৯,
- বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- সুর ও তাল:
- রাগ: দেশ-মল্লার। তাল: দাদরা
[ রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬
] । পৃষ্ঠা:
৬৬।]
- রাগ:
দেশ।
তাল:
দাদরা, খেমটা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১, পৃষ্ঠা: ১১৪।]