বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: প্রাণ নিয়ে তো সটকেছি রে, করবি এখন কী।
পাঠ ও পাঠভেদ:
 প্রথম দস্যু।     প্রাণ নিয়ে তো সটকেছি রে, করবি এখন কী।
                    ওরে বরা, করবি এখন কী।
                    বাবা রে, আমি চুপ করে এই কচুবনে লুকিয়া থাকি।
                    এই মরদের মুরদখানা দেখেও কি রে ভড়কালি না।
                    বাহবা! শাবাশ তোরে, শাবাশ রে তোর ভরসা দেখি॥