বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
শ্যামা, এবার ছেড়ে চলেছি
মা!
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভা। বাল্মীকির গান।
শ্যামা, এবার ছেড়ে চলেছি
মা!
পাষাণের মেয়ে পাষাণী, না বুঝে মা বলেছি মা!
এত দিন কী ছল করে তুই পাষাণ করে রেখেছিলি—
আজ আপন মায়ের দেখা পেয়ে নয়ন-জলে গলেছি মা!
কালো দেখে ভুলি নে আর, আলো দেখে ভুলেছে মন—
আমায় তুমি ছলেছিলে, এবার আমি তোমায় ছলেছি মা!
মায়ার মায়া কাটিয়ে এবার মায়ের কোলে চলেছি মা॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১২৯২ বঙ্গাব্দের ফাল্গুন মাসে বাল্মীকি প্রতিভার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এই গ্রন্থে গানটি প্রথম দৃশ্যে স্থান পেয়েছিল। প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ১০ মাস।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
বাল্মীকি প্রতিভা। পঞ্চম দৃশ্য। বাল্মীকির গান।
রামপ্রসাদী সুর।
পৃষ্ঠা ৩৫]
[নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ
[সিটী বুক সোসাইটী ১৩১৫] বাল্মীকি প্রতিভা। পঞ্চম দৃশ্য। বাল্মীকির গান।
রামপ্রসাদী সুর। পৃষ্ঠা ১৭৬
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ।
[বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ। বাল্মীকি প্রতিভা (১২৯২ বঙ্গাব্দ,
পরিমার্জিত সংস্করণ) থেকে গৃহীত হয়েছিল] বাল্মীকি প্রতিভা। বাল্মীকির গান।
রামপ্রসাদী সুর। পৃষ্ঠা ৩২। [
নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি প্রতিভা
।
বাল্মীকির গান ।
বাল্মীকি প্রতিভা
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। বাল্মীকি প্রতিভা। পঞ্চম দৃশ্য। বাল্মীকির গান।
রামপ্রসাদী সুর পৃষ্ঠা: ১০২৪
[নমুনা]
-
ঊনপঞ্চাশত্তম খণ্ড
(৪৯), বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)। বাণী
অংশ: পৃষ্ঠা ২২। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৮২-৮৩।
[নমুনা]
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
-
সুর ও তাল:
রামপ্রসাদী সুর।
৩/৩/৩/৩ মাত্রা ছন্দে একতালে নিবদ্ধ।
-
গ্রহস্বর: সা