বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: আঃ কাজ কী গোলমাল পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভা। বাল্মীকির গান।
শ্যামা, এবার ছেড়ে চলেছি
মা!
পাষাণের মেয়ে পাষাণী, না বুঝে মা বলেছি মা!
এত দিন কী ছল করে তুই পাষাণ করে রেখেছিলি—
আজ আপন মায়ের দেখা পেয়ে নয়ন-জলে গলেছি মা!
কালো দেখে ভুলি নে আর, আলো দেখে ভুলেছে মন—
আমায় তুমি ছলেছিলে, এবার আমি তোমায় ছলেছি মা!
মায়ার মায়া কাটিয়ে এবার মায়ের কোলে চলেছি মা॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
বাল্মীকি প্রতিভা। পঞ্চম দৃশ্য। বাল্মীকির গান।
রামপ্রসাদী সুর।
পৃষ্ঠা ৩৫]
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ)
।
বাল্মীকি প্রতিভা।
বাল্মীকির গান।
রামপ্রসাদী সুর। পৃষ্ঠা ৩১। [
নমুনা:
৩২>]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি প্রতিভা
।
বাল্মীকির গান ।
-
বাল্মীকি প্রতিভা।
-
দ্বিতীয় সংস্করণ (আদি
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। পঞ্চম
দৃশ্য। বাল্মীকির গান
বাহার। পৃষ্ঠা: ২৩-২৪। [নমুনা:
প্রথমাংশ,
প্রথমাংশ]
- স্বরবিতান ৪৯, বাল্মীকিপ্রতিভা
(বিশ্বভারতী চৈত্র ১৪১৩)।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
সুর ও তাল:
-
গ্রহস্বর: