বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
জলে-ডোবা চিকন শ্যামল কচি ধানের পাশে পাশে
পাঠ ও পাঠভেদ:
জলে-ডোবা চিকন শ্যামল কচি ধানের পাশে পাশে
ভরা নদীর ধারে ধারে হাঁসগুলি আজ সারে সারে
দুলে দুলে ওই-যে ভাসে।
অমনি করেই বনের শিরে মৃদু হাওয়ায় ধীরে ধীরে
দিক্রেখাটির তীরে তীরে মেঘ ভেসে যায় নীল আকাশে।
অমনি করেই অলস মনে একলা আমার তরীর কোণে
মনের কথা সারা সকাল যায় ভেসে আজ অকারণে।
অমনি করেই কেন জানি দূর মাধুরীর আভাস আনি
ভাসে কাহার ছায়াখানি আমার বুকের দীর্ঘশ্বাসে॥
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
১৩২৯
বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম থেকেই রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ছিলেন। প্রবল
বর্ষণের মধ্যে শান্তিনিকেতনে বর্ষা শুরু হয়েছিল। ১লা আষাঢ় থেকে ৩১শে আষাঢ়ের
ভিতরে রবীন্দ্রনাথ গানটি -সহ মোট
৮টি গান রচনা
করেছিলেন।
এর ভিতরে তিনি গানটি রচনা করেছিলেন-
৩১ আষাঢ় [শনিবার ১৫ জুলাই, ১৯২২]।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
৬১ বৎসর
৩ মাস ।
[রবীন্দ্রনাথের ৬১ বৎসর বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৬৪ সংখ্যক গান।