বিষয়: রবীন্দ্রসঙ্গীত। গান সংখ্যা: শিরোনাম: দিয়ে গেনু বসন্তের এই গানখানি
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম (উপ-বিভাগ : গান-১৫)
পর্যায়ের ১৫ সংখ্যক গান।
দিয়ে গেনু বসন্তের এই
গানখানি-
বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি॥
তবু তো ফাল্গুনরাতে এ গানের বেদনাতে
আঁখি তব ছলোছলো, এই বহু মানি॥
চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা,
তখনি চলিয়া যাব শেষ হলে খেলা।
আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো
নব পথিকেরই গানে নূতনের বাণী॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: ১৩৩৪ বঙ্গাব্দের
মাঘ মাসে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ১১টি গান রচনা করেন। এর ভিতরে এই গানটি রচনা করেছিলেন৩০
মাঘ [১১ ফেব্রুয়ারি ১৯২৮] তারিখে। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৬ বৎসর ১০ মাস।