বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কে দিল আবার আঘাত আমার দুয়ারে।
পাঠ ও পাঠভেদ:
কে দিল আবার আঘাত আমার দুয়ারে।
এ নিশীথকালে কে আসি দাঁড়ালে, খুঁজিতে আসিলে কাহারে॥
বহুকাল হল বসন্তদিন এসেছিল এক অতিথি নবীন,
আকুল জীবন করিল মগন আকূল পুলকপাথারে॥
আজি এ বরষা নিবিড়তিমির, ঝরোঝরো জল, জীর্ণ কুটীর-
বাদলের বায়ে প্রদীপ নিবায়ে জেগে বসে আছি একা রে।
অতিথী অজানা, তব গীতসুর গাগিতেছে কানে ভীষণমধুর-
ভাবিতেছি মনে যাব তব সনে অচেনা অসীম আঁধারে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
প্রাসঙ্গিক পাঠ:
ঝর ঝর জল, জীর্ণ কুটীর : গান (১৯০৯)
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
ঝর ঝরে জল, জীর্ণ কুটীর : কেতকী
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩০২ বঙ্গাব্দের ১২ আশ্বিন [শনিবার ২৮ সেপ্টেম্বর ১৮৯৫ খ্রিষ্টাব্দ] শিলাইদহে গানটি রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৪ বৎসর ৫ মাস।
রাগ: কেদারা। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৩।]